
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস) : ভাইরাস জ্বর থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মার্কোস রাশফোর্ড। লন্ডনে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত বলেও নিশ্চিত করেছেন বার্সেলোনা ম্যানেজার হান্সি ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে অসুস্থতার জন্য অনশীলনে অনুপস্থিত ছিলেন রাশফোর্ড। শনিবার ক্যাম্প ন্যুতে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে লা লিগায় ৪-০ গোলে জয়ের ম্যাচটিতেও তিনি খেলতে পারেননি। তবে রোববার ও সোমবার সতীর্থদের সাথে অনুশীলন করেছে। এ কারনেই স্ট্যামফোর্ড ব্রীজে ম্যাচের জন্য তাকে দলে পাবার ব্যপারে শতভাগ আশাবাদী ফ্লিক।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড বর্তমানে ধারে বার্সেলোনায় খেলছেন। এবারের ইউরোপীয়ান মৌসুমে নিজেকে দারুনভাবে প্রমান করেছেন রাশফোর্ড। এ পর্যন্ত করা চার গোলের মধ্যে দুটি এসেছে নিউক্যাসলের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচে একটি এ্যাসিস্টও আছে।
সব ধরনের প্রতিযোগিতায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে ১৬ ম্যাচে ছয় গোল ও আট এ্যাসিস্ট করেছেন।
রাশফোর্ডের ফিরে আসা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ফ্লিক। একইসাথে চেলসির বিপক্ষে খেলার শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। যদিও মূল একাদশে নাকি বদলী বেঞ্চ থেকে নামানো হবে এই বিষয়টি খোলাসা করেননি বার্সা বস।
ফ্লিক বলেন, ‘আমি সত্যিই দারুন খুশী। সে সুস্থ হয়ে দলে ফিরেছে।’
রাশফোর্ড দলে ফেরায় তিনটি এ্যাটাকিং পজিশনের জন্য ফ্লিকের হাতে রয়েছেন পাঁচজন স্ট্রাইকার। রাফিনহাকে অনিয়মিতভাবে এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফ্লিক ব্যবহার করে থাকেন।
চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে ক্লাব ব্রাগের সাথে ৩-৩ গোলে ড্র করে হতাশ করেছিল বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নরা চেলসির বিপক্ষে আবারো জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।