১২তম টেস্ট ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩০
ছবি : বাসস

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছর অস্ট্রেলিয়া সফরে নতুন ভেন্যুতে টেস্ট খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘২০২৬ সালে বাংলাদেশ সিরিজে নতুন টেস্ট ভেন্যু উন্মোচন করা হবে। ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার ১২তম ক্রিকেট ভেন্যু হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার প্রথম সিরিজে উত্তরাঞ্চলীয় শহর একটি টেস্ট আয়োজন করবে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো ব্রিসবেনে কোন টেস্ট হবে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে টেস্ট হবে।’

২০২৬ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত দুই টেস্ট সিরিজের ভেন্যু এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।

২০০৩ সালে প্রথম ও শেষবারের মত অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ডারউইনে প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানে এবং কেয়ার্নসে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।

২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠে টেস্ট সংখ্যা খুবই কম অস্ট্রেলিয়ার। অ্যাশেজের পরের সিরিজই বাংলাদেশের বিপক্ষে। গ্রীষ্মে চারটি টেস্ট আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঐ সিরিজের ভেন্যু যথাক্রমে- পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিপ্রেজেনটেশন অব দ্যা পিপলস অর্ডার অর্ডিন্যান্স, ২০২৫ জারি
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্নিক : তারেক রহমান
মোহাম্মদ জহুরুল ইসলামের মৃত্যুতে বিআইআইটির শোক
জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি
বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
আমরা দুর্নীতি করব না, করতেও দেব না : ডা. শফিকুর রহমান
ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’
বিপিএলে সিলেটের হয়ে বড় সাফল্যের জন্য উদগ্রীব আমির
অপরিহার্য অধিকার নিশ্চিতে বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান 
১০