সংসারের হাল ধরা হলো না দরিদ্র কলেজ ছাত্র আদমের

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০
শহিদ আবুল বাসার আদমের পরিবার -ছবি : বাসস

প্রতিবেদন: আসাদুজ্জামান

সাতক্ষীরা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কলেজ ছাত্র আবুল বাসার আদমের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করার এবং দরিদ্র বাবা-মায়ের সংসারের হাল ধরার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি।

আবুল বাসার আদম (১৮) আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের দিনমজুর নুর হাকিম ঘরামি (৫৯) ও শাহানারা বেগম (৫০) দম্পতির তৃতীয় সন্তান। তিনি প্রতাপনগর এপিএস ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বড় ভাই চঞ্চল ঘরামি (২৫) একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করেন, মেজ ভাই বেলাল ঘোরামি (২০) মাছের ঘেরে কাজ করেন, আর ছোট বোন সুফিয়া খাতুন (১৫) স্থানীয় কল্যাণপুর মৌজাদাল হক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আনন্দ মিছিলই শেষ যাত্রা

আদমের ছোট বোন সুফিয়া খাতুন জানান, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিকেলে তার ভাই আনন্দ মিছিলে যোগ দেন। কিন্তু কেউই ভাবতে পারেননি যে এই মিছিলই তার জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে। প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা মিছিল লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালায়। সে সময় একটি গুলি আদমের মাথার বাম পাশে আঘাত করে, ফলে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে আমাদের দরিদ্র পরিবারের হাল ধরা। কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দিল না। এখন আমাদের পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।’

স্বপ্নভঙ্গ

আদমের বড় ভাই চঞ্চল ঘরামি বলেন, ‘আমি, আমার বাবা আর মেজ ভাই বেলাল দিনমজুরি করে কোনোরকমে সংসার চালিয়ে ছোট ভাই আদমের লেখাপড়ার খরচ চালাতাম। আমরা আশা করেছিলাম, সে একদিন ভালো চাকরি করে পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ায় আমাদের সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে আদম আর নেই।’
সরকারি বা বেসরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ভাই মারা যাওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লাখ এবং সরকারের পক্ষ থেকে আরও পাঁচ লাখ টাকার অনুদান পেয়েছি।’

মায়ের পথ চাওয়া

আদমের মা শাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি এখনো পথ চেয়ে বসে থাকি, আমার আদম ফিরে আসবে। সে যেন এখনও আমাকে ‘মা, মা’ বলে ডাকছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার ছেলে আর নেই।’ তিনি সরকারের কাছে তার পরিবারের হাল ধরে রাখার জন্য একমাত্র মেয়ে সুফিয়ার একটি চাকরির আবেদন জানান।

হত্যাকাণ্ডের বিচার চাই

আদমের বাবা নুর হাকিম ঘরামি বলেন, ‘আমি আর আমার দুই ছেলে দিনমজুরি করে কোনোরকমে সংসার চালাই। অনেক কষ্টে ছোট ছেলে আদম আর মেয়ে সুফিয়াকে লেখাপড়া করাচ্ছিলাম, যাতে ওরা আমাদের দুঃখ ঘোচাতে পারে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার ছোট ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
১০