৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে গুলিতে শহীদ হন শাহাদাত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৩৩
শহীদ শাহদাত হোসেন। ছবি : বাসস

প্রতিবেদন : জাহিদুল খান সৌরভ

শেরপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের খবরে যখন ঢাকার রাজপথে ছাত্র-জনতার বিজয় মিছিলে যোগ দিয়ে বিকেল ৩টায় মিরপুর-২ মডেল থানার সামনের সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী শাহদাত হোসেন (২৮)।

শহীদ শাহদাত হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচুড়ার রাংটিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী (৬০) ও সুরুতা বেগমের (৫০) ছেলে। তিন ভাই-বোনের মধ্যে শাহাদাত ছিলেন দ্বিতীয়। বিবাহিত শাহাদাতের ঘরে রয়েছে তিন বছরের একটি কন্যা সন্তান। গার্মেন্টসে কাজ করে পরিবারকে সচ্ছল করার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু পুলিশের বুলেট তার সেই স্বপ্ন ছিনিয়ে নেয়।

শাহাদাতের মা সুরুতা বেগম (৫০) বলেন, পোলাডা বাঁইচা থাকতে আমাকে প্রতি মাসে টাকা পাঠাইতো। সেই টাকায় আমি সংসার চালাইতাম। পোলাডারে হারাইয়া আমি এখন পথের ফকিরের মতো হইয়া গেছি। এখনো আমার ছেলে হত্যার বিচার পাই নাই। যারা ওরে মাইরা ফেলছে, আমি তাদের বিচার চাই। এহন আমার একটাই ইচ্ছা। যেন মরার আগে ন্যায়বিচার দেখে মরতে পারি। এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।

তিনি বলেন, আমার ছেলে শাহাদাত বিয়ের পর বড় একটি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়। নিজের কিছু জমানো টাকা-পযসা আর মানুষের কাছ থেকে সাহায্যে সহযোগিতা নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করিয়েছি। তখন শাহাদাতের বউ আমার অসুস্থ ছেলেকে রেখে বাপের বাড়ি চলে যায়। যেদিন আমার পোলা ঢাকায় পুলিশের গুলিতে মারা যায়। সেদিন শুধু তার লাশ দেখতে এসেছিল শাহাদাতের বউ। এরপর সরকারি-বেসরকারি যতো অনুদান আসে, সব শাহাদাতের বউ নিয়ে যায়। আমাকে সে কিছুই দেয়নি।

শাহাদাতের বোন রিমা খাতুন (২৮) বলেন, আমিও ঢাকাতে থাকতাম। শাহাদাত ভাই গার্মেন্টসে চাকরি করত। আমাদের বাসা আর ভাইয়ের বাসা কাছাকাছি ছিল। ৫ আগস্ট বিকালে মোবাইলে খবর পাই ভাইকে পুলিশ গুলি করছে। পরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। আজও ভাই হত্যার কোনো বিচার হয় নাই। তাই আমাদের দাবি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হোক, বিচার হোক। যারা আমার ভাইকে বিনা অপরাধে হত্যা করেছে, তারা যেন দ্রুত শাস্তি পায়। 

শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীবরদি-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল জানান, ‘আমরা জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ শাহাদাতের বাড়ি গিয়েছিলাম। তার কবর জিয়ারত করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে এসেছি। এ ছাড়া শহীদ শাহাদাতের মায়ের কাছে বিএনপির পক্ষ হতে আর্থিক সহযেগিতাও পৌছে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০