খান জাহানের পুণ্যভূমি বাগেরহাটের চুনাখোলা মসজিদ

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৩৩ আপডেট: : ১১ মার্চ ২০২৫, ১৪:২১
বাগেরহাটের চুনাখোলা মসজিদ। ছবি : বাসস

।। আজাদ রুহুল আমিন।।

বাগেরহাট, ১১ মার্চ, ২০২৫ ( বাসস) : প্রত্নতাত্ত্বিক নগরী  খান জাহানের  পুণ্যভূমি বাগেরহাটের চুনাখোলা মসজিদসহ  রয়েছে ১২টি গুরুত্বপূর্ণ স্পট । যা দেখতে  পর্যটকরা ভিড় করেন এ শহরে। 

চুনাখোলা মসজিদটি ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত । তবে বিবি বেগনি মসজিদ থেকে পায়ে হেঁটে এখানে যেতে সময় লাগে মাত্র ৫ মিনিট। মসজিদটি এক গম্বুজবিশিষ্ট এবং বর্গাকৃতির । চুনাখোলা গ্রামে অবস্থিত  হওয়ার কারনে নামকরণ করা হয়েছে চুনাখোলা মসজিদ। 

মসজিদটি ইটের তৈরি, এবং এর বাইরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ১২.৫০ মিটার। মসজিদটির দেয়ালগুলো প্রায় ২.১৪ মিটার পুরু, মসজিদটিতে পাঁচটি ধনুকাকৃতির খিলানযুক্ত দরজা রয়েছে। পূর্ব দিকের তিনটি দরজার মধ্যে একটি কিছুটা বড় এবং অন্য দুটির মতো উত্তর ও দক্ষিণ দিকের দরজাগুলো সমান প্রশস্ত। মসজিদের অভ্যন্তরে কিবলা দেয়ালের পাশে তিনটি মিহরাব রয়েছে। চুনাখোলা মসজিদটির ছাদে একটি বিশাল অর্ধগোলাকৃতির গম্বুজ রয়েছে। মসজিদের বাইরের চার কোণে রয়েছে চারটি গোলাকার মিনার। মসজিদের তিনটি কার্নিশ বাঁকানো আকারে নির্মিত। মসজিদে ব্যবহৃত পোড়ামাটির অলঙ্করণে সাধারণত ফুল, লতাপাতা, জালি ডিজাইন ব্যবহার করা হয়েছে।

চারিদিকে সবুজে আবৃত বৃক্ষরাজির সমাহার চোখে পড়বে। নির্জন নিস্তব্ধ এলাকায় চুনা খোলা মসজিদটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। খুলনা বিভাগীয় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত ষাটগম্বুজ জাদুঘরের কাস্টোডিয়ান মো. জায়েদ বাসসকে অবহিত করেন খান জাহানের পুরাকীর্তি কে আরও সমৃদ্ধ এবং পর্যটকদের আকর্ষণে বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ নিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট প্রকল্প। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত  পর্যটকদের অবকাশ যাপন, রেস্টহাউজ নির্মাণ, সড়ক নির্মাণ করে যাতায়াতের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী। ঢাকা থেকে অনায়াসে নোয়াপাড়া নেমেই এ স্পটে আসতে লাগবে মাত্র ১৫ মিনিট। কাছাকাছি হোটেল রেস্টুরেন্ট থাকা খাবার  ব্যাবস্থা পাওয়া  যাবে খুবই স্বল্প খরচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
মিয়ানমারে উচ্চ বিদ্যালয়ে বিমান হামলায় কমপক্ষে ১৯ শিক্ষার্থী নিহত
১০