ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়েছে।

আজ বুধবার ক্যাম্পাসে ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন’ শীর্ষক স্লোগানে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন।

পরে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের (সিটিএস) প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমেদ, ছুটি রিসোর্ট এন্ড ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সউদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শান্তি চাকমা।

এর আগে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন।

উপাচার্য বলেন, পর্যটন শুধু অর্থনৈতিক শিল্প নয়, এর সঙ্গে মানবিকতা ও প্রকৃতির প্রতি সম্মান জড়িত। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি
১০