ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়েছে।

আজ বুধবার ক্যাম্পাসে ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন’ শীর্ষক স্লোগানে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন।

পরে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের (সিটিএস) প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমেদ, ছুটি রিসোর্ট এন্ড ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সউদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শান্তি চাকমা।

এর আগে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন।

উপাচার্য বলেন, পর্যটন শুধু অর্থনৈতিক শিল্প নয়, এর সঙ্গে মানবিকতা ও প্রকৃতির প্রতি সম্মান জড়িত। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০