এডিবি’র ১১তম প্রেসিডেন্ট হিসেবে মাসাতা কান্ডা’র দায়িত্ব গ্রহণ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১
এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাতো কান্ডা। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র ১১তম প্রেসিডেন্ট হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসাতা কান্ডা। তিনি বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হলেন।

কান্ডা বলেন, ‘এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের অঞ্চলের জন্য এডিবি’র সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

নতুন এডিবি সভাপতি আরো বলেন, ‘আমাদের ৬৯ সদস্যের আস্থা ও আমাদের নিবেদিত প্রাণ কর্মীদের দৃঢ় সমর্থনের মাধ্যমে আমি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির জন্য এডিবি’র লক্ষ্যকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে জরুরি উন্নয়ন চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করব এবং এই অঞ্চলে পছন্দের অংশীদার হিসেবে এডিবি’র অবস্থানকে নিশ্চিত করব।’

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কান্ডা মাসাত সুগু উৎকর্ষতা ও উদ্ভাবনের উত্তরাধিকার অব্যাহত রেখে আসাকাওয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

আন্তর্জাতিক অর্থ ও উন্নয়ন নীতিতে প্রায় চার দশকের অভিজ্ঞতার সাথে, কান্ডা তার দূরদর্শী নেতৃত্ব ও বাজারের অস্থিরতার সময়কালে সিদ্ধান্তমূলক হস্তক্ষেপের জন্য ব্যাপকভাবে স্বীকৃত।

জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপ-অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উদ্ভাবনী আর্থিক সমাধানের পথিকৃৎ। এছাড়া, বাজার স্থিতিশীল করতে সাহায্যকারী নীতিগত পদক্ষেপগুলোপরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এডিবি বোর্ড অফ গভর্নরস কান্দাকে নির্বাচিত করার সিদ্ধান্ত সর্বসম্মত ছিল-যা উল্লেখযোগ্য পরিবর্তনের সময়ে এডিবিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ক্ষমতার প্রতি সংস্থাটির ব্যাপক আস্থারই প্রতিফলন।

জটিল অর্থনৈতিক নীতি পরিচালনায় তার বিস্তৃত পটভূমি ও বহুপাক্ষিক পরিবেশে তার বাস্তব অভিজ্ঞতা পাথেয় হয়ে থাকবে। কারণ, এডিবিকে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক দৃশ্যপটের সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়।

এডিবি একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক- যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধিকে সহায়তা দিয়ে আসছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি ৬৯ সদস্যের মালিকানাধীন একটি সংস্থা, যার মধ্যে ৪৯ সদস্যই এই অঞ্চলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০