ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : অর্থনৈতিক সংকট মোকাবিলায় মিশরকে আরো ৪ বিলিয়ন ইউরো (৪.৫ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ দেশটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান একটি ঋণ কর্মসূচির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হবে। ব্রাসেলস থেকে সোমবার এএফপি এখবর জানিয়েছে।
এই ঋণ সহায়তার বিষয়ে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের পরই প্রথম কিস্তির অর্থ ছাড় হবে।
এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে মিশর ও ইইউ একটি “কৌশলগত অংশীদারিত্ব” চুক্তি করে, যার আওতায় মোট ৫ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই অর্থের মধ্যে ১ বিলিয়ন ইউরো চুক্তির পরপরই মিশরকে দিয়ে দেওয়া হয়।
২০২২ সালে মিশরের সঙ্গে আইএমএফের ৩ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে, ২০২৪ সালের শুরুতে তা বাড়িয়ে ৮ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যেও দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা প্রদান।
ইইউ কাউন্সিল জানিয়েছে, এই নতুন ৪ বিলিয়ন ইউরো ঋণের কিস্তি ধাপে ধাপে দেওয়া হবে এবং তা নির্ভর করবে মিশর কতটা সাফল্যের সঙ্গে আইএমএফের শর্তগুলো বাস্তবায়ন করতে পারে তার ওপর।