পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রতিনিধির সঙ্গে বিএসইসি’র বৈঠক ২৯ মে 

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:৪২

ঢাকা, ২১ মে, (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনের প্রতিনিধির সঙ্গে আগামী ২৯ মে দুপুর ১২টায় পরামর্শ সভা করবে।

বুধবার বিএসইসি’র মুখপাত্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আরো উপস্থিত থাকবেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভায় পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করা হবে। 

বিএসইসি মনে করে, পুঁজিবাজারের অংশীজনদের মতামত এবং তাদের সঙ্গে নিয়েই বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন সম্ভব। সাধারণ বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের প্রাণ। তাঁদের অংশগ্রহণ ও মতামত গ্রহণযোগ্য সংস্কার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিএসইসি’র দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা। 

বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের নিজস্ব প্যাডের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম, পদবি ও মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ২৫ মে’র মধ্যে বিএসইসি’র অফিশিয়াল ইমেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও, বৈঠকটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০