পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রতিনিধির সঙ্গে বিএসইসি’র বৈঠক ২৯ মে 

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:৪২

ঢাকা, ২১ মে, (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনের প্রতিনিধির সঙ্গে আগামী ২৯ মে দুপুর ১২টায় পরামর্শ সভা করবে।

বুধবার বিএসইসি’র মুখপাত্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আরো উপস্থিত থাকবেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভায় পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করা হবে। 

বিএসইসি মনে করে, পুঁজিবাজারের অংশীজনদের মতামত এবং তাদের সঙ্গে নিয়েই বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন সম্ভব। সাধারণ বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের প্রাণ। তাঁদের অংশগ্রহণ ও মতামত গ্রহণযোগ্য সংস্কার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিএসইসি’র দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা। 

বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের নিজস্ব প্যাডের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম, পদবি ও মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ২৫ মে’র মধ্যে বিএসইসি’র অফিশিয়াল ইমেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও, বৈঠকটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন দশকেও আলোর মুখ দেখেনি খান জাহান আলী বিমানবন্দর
শহীদ আরমান মোল্লার পরিবারে অনুদানের টাকা প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি
আদর্শ পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে: দুদু
মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার
সমর্থকরা পছন্দ করেন না এমন ব্যক্তিকে দলে নেওয়া ঠিক হবে না: নজরুল ইসলাম খান
পররাষ্ট্র সচিব নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান: তৌহিদ হোসেন
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত 
ডেঙ্গুতে আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে ভর্তি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুফল প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৪ হাজার হেক্টর পুনঃবনায়ন, বাড়ছে জীববৈচিত্র্য : পরিবেশ উপদেষ্টা
১০