আমরা একটি ‘ইনভেস্টর-ফ্রেন্ডলি বাংলাদেশ’ দেখতে চাই: সভাপতি ঢাকা চেম্বার

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:০৩ আপডেট: : ২১ মে ২০২৫, ১৮:০০
আজ রাজধানীর ডিসিসিআইতে এক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। ছবি: ডিসিসিআই

ঢাকা, ২১মে, ২০২৫ (বাসস) : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, আমরা একটি ‘ইনভেস্টর-ফ্রেন্ডলি বাংলাদেশ’ দেখতে চাই। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনা দ্বিধায় সিদ্ধান্ত নিতে পারেন এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন। 

আজ বুধবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় তাসকীন আহমেদ এসব কথা বলেন। 

তিনি বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের টেকসই অগ্রগতির জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নগর প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী সমাজের পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। 

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দাবি আদায় গণতান্ত্রিক কার্যক্রমের অংশ হলেও, অর্থনীতির এ কঠিন সন্ধিক্ষণে ব্যবসা পরিচালনার পাশাপাশি জনগণের দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

তিনি বলেন, বাংলাদেশ আজ দ্রুত পরিবর্তনশীল একটি অর্থনীতির পথে যাত্রা শুরু করেছে। শিল্পায়ন, ডিজিটাল ট্রান্সফরমেশন, রফতানি বহুমুখীকরণ এবং অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের মতো নীতিগত উদ্যোগ আমরা নিতে শুরু করেছি। কিন্তু এই গতিশীলতার স্বার্থে সবচেয়ে বড় ভিত্তি একটি নিরাপদ, স্থিতিশীল এবং কার্যকর আইন-শৃঙ্খলা পরিবেশ।

ডিসিসিআই’র সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ ঢাকা দক্ষিণ এলাকায় পার্কিং সুবিধা বাড়ানোর পাশাপাশি দক্ষিণের ট্রাফিক বিভাগের অফিস শান্তিনগর থেকে গুলিস্তানে স্থানান্তরের সুপারিশ করেন। তিনি বৈদ্যুতিক ব্যাটারিচালিত রিক্সাগুলোকে ঢাকা শহরের বাইরে স্থানান্তরিত করারও সুপারিশ করেন, সেই সঙ্গে অতিদ্রুত ঢাকা শহরের পরিবহনের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান।

ডিসিসিআই’র সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ আব্দুস সালাম, বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো. আবুল হাসেম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি  সৈয়দ মোহাম্মদ বশিরউদ্দিন, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০