৫টি সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১.৩০ মিলিয়ন ডলার দেবে আইডিবি 

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৪৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সভায় আজ ‘ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণের’ জন্য ২৪১.৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট ড. রামি আহমেদ স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষরকালে আইডিবিতে বাংলাদেশের বিকল্প গভর্নর মোহাম্মদ হাসান আরিফ, আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাশেদ আহমেদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ এর চেয়ারম্যান ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের উপস্থিত ছিলেন। ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বর্ণিত প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে ৫টি জলবায়ু অভিঘাত সহনশীল সেতু নির্মাণের ফলে ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত এলাকায় সুনামগঞ্জ-জামালপুর সীমান্ত সড়ক ও শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে, সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণের জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া মোকাবিলা, পরিবহন সুবিধা, সড়ক নিরাপত্তা, শিক্ষার প্রসার ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ দারিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইডিবি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন ও রপ্তানি ঋণ গ্যারান্টি ইত্যাদির মাধ্যমে অব্যাহত সহায়তা প্রদান করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০