যুক্তরাষ্ট্রে আইন পাসের প্রত্যাশায় বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৫৪
প্রতীকী ছবি

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আইন প্রণয়নের আশাবাদের জেরে বিটকয়েনের দাম বুধবার নতুন রেকর্ড ছুঁয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এদিন বেড়ে দাঁড়ায় সর্বকালের সর্বোচ্চ ১,০৯,৪৯৯.৭৬ মার্কিন ডলারে, যা আগের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০ জানুয়ারি, যেদিন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

বিশ্লেষকদের মতে, বিটকয়েনের এই ঊর্ধ্বমুখী ধারা এসেছে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক একটি প্রস্তাবিত আইনের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সমর্থনের কারণে। ওই আইনটি মূলত ‘স্টেবলকয়েন’ নিয়ন্ত্রণে প্রণয়ন করা হচ্ছে—যেসব ডিজিটাল কয়েনের মান ডলারের সঙ্গে যুক্ত।

যদিও বিটকয়েন সরাসরি ডলারের সঙ্গে সংযুক্ত নয়, তবুও এই আইনের মধ্য দিয়ে খাতটির জন্য একটি সুস্পষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিটকয়েনকেও ইতিবাচক প্রভাবিত করেছে।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যা বিটকয়েনের মূল্যবৃদ্ধিতে অবদান রেখেছে।

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারে ক্রিপ্টোকারেন্সির প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিয়েছিলেন।

তবে, তিনি বিশ্বজুড়ে যে নতুন শুল্ক আরোপ করেন, তা বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করে বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন করেছিল।

চলতি বছরের ৮ মে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর বিটকয়েন ফের প্রতীকী ১ লাখ ডলারের সীমা অতিক্রম করে, যা এর আগে ফেব্রুয়ারিতে ছুঁয়েছিল।

ক্রিপ্টোকারেন্সিগুলো শুরুর পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কখনো চরম দোলাচলের জন্য, কখনো আবার শিল্পখাতের বড় বড় প্রতিষ্ঠানের পতনের জন্য। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এফটিএক্স নামের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটির ধস।

বিটকয়েন তৈরি হয়—বা ‘মাইনিং’ করা হয়—যখন শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করে একটি হস্তক্ষেপ-প্রতিরোধী নিবন্ধনপদ্ধতি ‘ব্লকচেইন’-এ লেনদেন যাচাই করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিরক্ষা প্রদর্শনীতে জাপানের ‘রেলগান’ চমক
আবারও পিএসএ’এ ফিরলেন রিশাদ
জাতীয় কবি’র জন্মবার্ষিকী উদযাপনে ৩ দিনের অনুষ্ঠান শুরু রোববার 
বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএসপিএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য
চীনে ভূমিধসে কমপক্ষে ১৯ জন আটকা পড়েছে : রাষ্ট্রীয় গণমাধ্যম
যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে
সিরাজগঞ্জে এ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত
১০