ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেটের লোকসান বেড়েছে

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৫:২৫

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : ব্রিটিশ সাশ্রয়ী বিমান সংস্থা ইজিজেট জ্বালানি ও অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে, তাদের আর্থিক বছরের প্রথমার্ধে নিট লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত ছয় মাসে কর-পরবর্তী লোকসান ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৩৯৯ মিলিয়ন মার্কিন ডলার)। 

একই সময়ে গ্রুপের মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৩ বিলিয়ন পাউন্ডে। যেখানে জ্বালানির খরচ বেড়েছে চার শতাংশ।

লন্ডন থেকে এএফপি জানিয়েছে,  এটি একটি স্বাভাবিক প্রবণতা। উত্তর গোলার্ধের শীতকালে যখন গ্রীষ্মের তুলনায় যাত্রীদের ভ্রমণের চাহিদা কম থাকে, তখন অনেক বিমান সংস্থা লোকসানে পড়ে।
ইজিজেট-এর প্রধান নির্বাহী কেন্টন জার্ভিস বলেন, ইজিজেটর ফ্লাইট ও ছুটির প্যাকেজের প্রতি আমরা এখনো জোরালো চাহিদা দেখতে পাচ্ছি। আমরা আকাশে ও মাটিতে উভয় ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের কাজ অব্যাহত রাখবো।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে, যা তাদের খরচ কাঠামো ও সরবরাহ লাইনের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।
 
তবে সংস্থাটি উল্লেখ করেছে, এই প্রাথমিক পর্যায়ে কোনো প্রভাব পড়বে কি না, তা এখনো নিশ্চিত নয়।"

এছাড়া, ইসরাইল-গাজা সংঘাতের কারণে ইজিজেট তেল আবিবগামী ফ্লাইট স্থগিত রেখেছে।

এই ঘোষণা প্রকাশের পর, লন্ডনে লেনদেনের শুরুতে ইজিজেট-এর শেয়ারের দর তিন শতাংশ কমে যায়। যদিও লোকসান পূর্বাভাস অনুযায়ীই ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৫৮
জাতীয় রাজস্ব বোর্ড এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই : অর্থ মন্ত্রণালয়
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : আজাদ মজুমদার
নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : ড. খন্দকার মোশাররফ 
বিএসপিএ ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অপ্রয়োজনীয় কল কমলে ৯৯৯ এর সেবা আরও দ্রুত পাওয়া যাবে
দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত
বাইউস্টে আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন
কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছে রাকাব 
বন্য হাতির আক্রমণ : শেরপুরে নিহত দুই পরিবার পেল আর্থিক সহায়তা
১০