ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেটের লোকসান বেড়েছে

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৫:২৫

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : ব্রিটিশ সাশ্রয়ী বিমান সংস্থা ইজিজেট জ্বালানি ও অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে, তাদের আর্থিক বছরের প্রথমার্ধে নিট লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত ছয় মাসে কর-পরবর্তী লোকসান ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৩৯৯ মিলিয়ন মার্কিন ডলার)। 

একই সময়ে গ্রুপের মোট রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৩ বিলিয়ন পাউন্ডে। যেখানে জ্বালানির খরচ বেড়েছে চার শতাংশ।

লন্ডন থেকে এএফপি জানিয়েছে,  এটি একটি স্বাভাবিক প্রবণতা। উত্তর গোলার্ধের শীতকালে যখন গ্রীষ্মের তুলনায় যাত্রীদের ভ্রমণের চাহিদা কম থাকে, তখন অনেক বিমান সংস্থা লোকসানে পড়ে।
ইজিজেট-এর প্রধান নির্বাহী কেন্টন জার্ভিস বলেন, ইজিজেটর ফ্লাইট ও ছুটির প্যাকেজের প্রতি আমরা এখনো জোরালো চাহিদা দেখতে পাচ্ছি। আমরা আকাশে ও মাটিতে উভয় ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের কাজ অব্যাহত রাখবো।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে, যা তাদের খরচ কাঠামো ও সরবরাহ লাইনের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।
 
তবে সংস্থাটি উল্লেখ করেছে, এই প্রাথমিক পর্যায়ে কোনো প্রভাব পড়বে কি না, তা এখনো নিশ্চিত নয়।"

এছাড়া, ইসরাইল-গাজা সংঘাতের কারণে ইজিজেট তেল আবিবগামী ফ্লাইট স্থগিত রেখেছে।

এই ঘোষণা প্রকাশের পর, লন্ডনে লেনদেনের শুরুতে ইজিজেট-এর শেয়ারের দর তিন শতাংশ কমে যায়। যদিও লোকসান পূর্বাভাস অনুযায়ীই ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০