২৮ মে চীনে আমের প্রথম চালান পাঠাবে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২২:২৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশি আমের প্রথম চালান আগামী ২৮ মে (বুধবার) চীনে রপ্তানি করা হবে।

রপ্তানি উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বুধবার বিকেলে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যোগ দেবেন। চীনে বাংলাদেশি কাঁঠাল ও পেয়ারা রপ্তানির  প্রক্রিয়াও চলমান রয়েছে।

সম্প্রতি চীনা রাষ্ট্রদূত বলেছেন, আমরা আশা করি বাংলাদেশ শিগগিরই  চীনে ইলিশ রপ্তানি শুরু করতে পারবে। সর্বোপরি, চীনা খাদ্যপ্রেমীরা তাদের খাবারের টেবিলে এই সুস্বাদু মাছ উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন।’

এদিকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন স্তরে ‘উন্নীত’ করার লক্ষ্যে ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর ঢাকায় আসার কথা রয়েছে। চীনা মন্ত্রী ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর নেতৃত্ব দেবেন।

দুই দিনের সফরে মন্ত্রী ওয়েনতাও তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, এটি হবে চীন থেকে বাংলাদেশে আসা সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিনিধিদল। যা উন্মুক্ততা, সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার একটি 'জোরালো বার্তা' পাঠাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০