বিটকয়েন ট্রেজারি'র জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করবে ট্রাম্প মিডিয়া

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৪:১১

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ট্রাম্প মিডিয়া ঘোষণা দিয়েছে যে তারা একটি ‘বিটকয়েন ট্রেজারি’ গঠনের জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি হবে তাদের গুরুত্বপূর্ণ সম্পদের অংশ।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, ট্রুথ সোশ্যাল পরিচালনাকারী কোম্পানিটি প্রায় ৫০টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সঙ্গে সাবস্ক্রিপশন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১.৫ বিলিয়ন ডলারের সাধারণ শেয়ার এবং ১ বিলিয়ন ডলারের কনভার্টিবল সিনিয়র সিকিউরড নোট ইস্যু ও বিক্রি করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অর্থ সংগ্রহ প্রক্রিয়া ২৯ মে’র মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। তবে, ওই দিন কোম্পানির শেয়ারের দাম ১০.৪ শতাংশ কমে গেছে।

ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী ডেভিন নুনেস বলেন, আমরা বিটকয়েনকে আর্থিক স্বাধীনতার শীর্ষ প্রতীক হিসেবে দেখি। তবে এখন ট্রাম্প মিডিয়া এটিকে আমাদের সম্পদের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখবে।

তিনি আরও বলেন, এই বিনিয়োগ ‘অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর হয়রানি ও বৈষম্য থেকে কোম্পানিকে রক্ষা করতে সহায়তা করবে।’

কোম্পানিটি জানিয়েছে, তারা ‘আমেরিকা ফার্স্ট’ অর্থনীতির আওতায় নিজেদের প্রভাব বাড়াতে চায় এবং বিটকয়েন ট্রেজারির জন্য ক্রিপ্টো ডট কম আই এঙ্কোরেজ ডিজিটাল (Crypto.com I Anchorage Digital) কাস্টডিয়ান হিসেবে কাজ করবে।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানাতে চান। ডিজিটাল মুদ্রা নিয়ে তার নতুন এই আগ্রহ ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগে রূপ নিয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন মূলত তার বড় ছেলেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০