শুল্ক নিয়ে উদ্বেগ কমায় ও বন্ডের সুদ কমায় মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৫:১০

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ওপর শুল্ক আরোপ কিছুদিনের জন্য স্থগিত করা ও ট্রেজারি বন্ডের সুদের হার কমে যাওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে।

নিউ ইয়র্ক থেকে এএফপি জানিয়েছে, ট্রাম্প ঘোষণা দেন, ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত জুলাই ৯ পর্যন্ত স্থগিত রাখা হবে, যাতে আলোচনার সুযোগ থাকে। এই খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে এবং বাজার চাঙা হয়েছে এবং শুক্রবারের বাজার-পতনের ধাক্কা কিছুটা পুষিয়ে নিয়েছে।

বিশ্লেষকরা জানান, মার্কিন ভোক্তা আস্থার হার আশানুরূপের চেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে, জাপান দীর্ঘমেয়াদি বন্ড ইস্যু সীমিত করবে এমন খবরে মার্কিন ৩০ বছরের বন্ডের সুদ পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে।

বাজারের পরিস্থিতি : ডাও জোন্স সূচক ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২,৩৪৩.৬৫ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.১ শতাংশ বেড়ে হয়েছে ৫,৯২১.৫৪। টেকনোলজি-ভিত্তিক নাসডাক সূচক ২.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯,১৯৯.১৬।

এডওয়ার্ড জোন্স-এর বিশ্লেষক অ্যাঞ্জেলো কোরকাফাস বলেন, ‘সপ্তাহের শুরুটা ইতিবাচক হয়েছে, যদিও পুরোপুরি নিরাপদ অবস্থায় এখনও পৌঁছানো যায়নি। বাজার এখনো খবরনির্ভর অবস্থায় চলছে।’ 

৫০ পার্ক ইনভেস্টমেন্টসের একজন বিশ্লেষক অ্যাডাম সারহান বলেন, শুক্রবার বাজার পড়ে গিয়েছিল কারণ, ট্রাম্প তখন আবার ইইউ ও যুক্তরাষ্ট্রে তৈরি না হওয়া স্মার্টফোন কোম্পানির ওপর শুল্ক আরোপের হুমকি দেন। কিন্তু এখন শুল্ক হ্রাসের সিদ্ধান্তে, বিনিয়োগকারীরা সামনে আশাব্যঞ্জক পরিস্থিতি আসতে পারে বলে মনে করছেন।

বিশেষ কোম্পানির খবর : টেসলার শেয়ার ৫.৯ শতাংশ বেড়েছে কারণ সিইও ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এখন পুরোপুরি ব্যবসায় মনোযোগী হবেন এবং রাজনীতি থেকে সরে আসবেন।

যদিও, একটি সংগঠনের তথ্য অনুযায়ী, ইউরোপে এপ্রিল মাসে টেসলার গাড়ি বিক্রি পূর্ব বছরের তুলনায় ৫০ শতাংশ কমে গেছে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ার ১১ শতাংশ পড়ে গেছে, কারণ, তারা ঘোষণা করেছে, বিটকয়েন ট্রেজারি তৈরির জন্য তারা ২.৫ বিলিয়ন ডলার তহবিল তুলবে।

সেলসফোর্স কোম্পানি শেয়ারের দাম ১.৫ শতাংশ বেড়েছে, কারণ, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের শক্তি বাড়াতে ৮ বিলিয়ন ডলারে ইনফরমেটিকা নামে একটি প্রতিষ্ঠান কিনছে।

এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়ার আয় প্রতিবেদন প্রকাশিত হবে।

বিশ্লেষক সারহান বলেছেন, এনভিডিয়ার এই ফলাফলই পুরো শেয়ারবাজারের চলাচলের একটি মূল চালিকাশক্তি হতে পারে। সবাই এখন এনভিডিয়ার দিকেই তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০