বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:৪৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজিএমইএ সূত্র জানিয়েছে, আজ ঢাকা ও চট্টগ্রামের ভোটকেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোনও বিরতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩০৩ জন।

উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ঢাকার ভোটকেন্দ্রে  ভোট পড়েছে ৮৮ দশমিক ২১ শতাংশ  এবং চট্টগ্রাম কেন্দ্রে ৮৩ দশমিক ৮৩ শতাংশ ।

ফোরাম এবং সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফোরাম প্যানেলের নেতৃত্ব দেন মাহমুদ হাসান খান বাবু, আর সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্ব দেন মো. আবুল কালাম।

বিজিএমইএ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ভোট গণনা চলছে, ফলাফল ঘোষণা করতে কিছুটা সময় লাগবে। 

বিজিএমইএ এবারের নির্বাচনে ভোটাররা ৩৫ জন পরিচালক নির্বাচিত করেন। পরবর্তীতে, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি এবং অন্যান্য পদে মনোনীত  হবেন।

বিজিএমইএ’র সর্বশেষ নির্বাচন গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হয়, যেখানে সম্মিলিত পরিষদ প্যানেল ৩৫টি পরিচালক পদে জয়লাভ করে এবং এসএম মান্নান কচি সভাপতি নির্বাচিত  হন।

তবে, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এসএম মান্নান কচি পদত্যাগ করেন এবং বিজিএমইএর তৎকালীন সিনিয়র সহ-সভাপতি ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি করা হয়।

পরবর্তীতে, অন্তর্বর্তী সরকার রপ্তানি প্রক্রিয়াকরণ ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বিজিএমইএ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০