১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৪০৩ টাকা

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৫:৫৭

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস): ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কেজিতে কমল ২ টাকা ৩০ পয়সা কমিয়েছে সরকার। এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ২৮ টাকা কমে নতুন সমন্বয়কৃত দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪০৩ টাকায়।

২ জুন সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৯৪ পয়সা। গত মাসে তা ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ, এ মাসে দাম কেজিতে কমেছে ২ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। চলতি জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ৪৩১ টাকা। অর্থাৎ, জুনে ১২ কেজিতে দাম কমেছে ২৮ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০