১০ দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:৪২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ছবি: বাসস

সাতক্ষীরা, ৫ জুন, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রোববার) বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীরা যাতে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে গত ১৭ মে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় আজ ৫ জুন (বৃহস্পতিবার) থেকে আগামী ১৪ জুন (শনিবার) পর্যন্ত বন্দরের আমদানী-রপ্তাতি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন) থেকে বন্দরের আমদানী-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। বিষয়টি ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে। তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই আমদানী-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০