মার্কিন স্টকবাজারে সামান্য ঊর্ধ্বমুখী 

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:২৩

ঢাকা, ১০ জুন, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা চলাকালে এবং আসন্ন অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় সোমবার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার দিনের শেষে সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই অর্থনীতির দেশ গতকাল সোমবার প্রাথমিক আলোচনা করেছে এবং মঙ্গলবার তাদের দ্বিতীয় দিনের বৈঠকের কথা রয়েছে। যদিও এখনো কোনো চুক্তি হয়নি তবুও বাজার আলোচনা শুরু হওয়াকে ইতিবাচকভাবে দেখছে।

স্পার্টান ক্যাপিটাল সিকিউরিটিজের পিটার কার্ডিলো বলেছেন, ‘আশা করা হচ্ছে, তারা কিছু একটা চুক্তির দিকে ধীরে ধীরে এগোচ্ছে।’ 

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দিন শেষে প্রায় অপরিবর্তিত থেকে শেষ হয়েছে ৪২,৭৬১.৭৬ পয়েন্টে। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬,০০৫.৮৮ পয়েন্টে এবং প্রযুক্তি খাতভিত্তিক ন্যাসডাক কম্পোজিট ০.৩ শতাংশ বেড়ে ১৯,৫৯১.২৪ পয়েন্টে পৌঁছায়।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন  যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীনের পক্ষ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাং।

কোম্পানি সংক্রান্ত খবর:

অ্যাপল কোম্পানির শেয়ার ১.২ শতাংশ কমেছে। বার্ষিক ডেভেলপার সম্মেলনে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নানা পরিকল্পনা ঘোষণা করে। যেমন অ্যাপ নির্মাতারা যেন সরাসরি ফোনের এআই ব্যবহার করতে পারে। তবুও অ্যাপল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এআই ব্যবহারে কিছুটা পিছিয়ে আছে বলে বিনিয়োগকারীরা মনে করছেন।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের কোম্পানি দু’ভাগে ভাগ করার ঘোষণা দেওয়ার পর ৩ শতাংশ শেয়ারদর হারিয়েছে। তারা বলেছে, একটি কোম্পানি ‘স্ট্রিমিং ও স্টুডিও’ দেখভাল করবে, আর অন্যটি হবে ‘গ্লোবাল নেটওয়ার্কস’ নিয়ে। এই পরিবর্তন ২০২৬ সালের মাঝামাঝি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এ সপ্তাহে ভোক্তা ও উৎপাদক মূল্যের তথ্য প্রকাশিত হবে, যা থেকে মুদ্রাস্ফীতির অবস্থা বোঝা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০