গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:৪৯
আজ মঙ্গলবার সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। ছবি: পিআইডি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত এক বছরে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে স্থিতিশীলতা অর্জন করেছে। এখন তা মোটামুটি সন্তোষজনক পর্যায়ে এসেছে।

আজ মঙ্গলবার সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সাফল্যের দিকগুলো তুলে ধরেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে যে অবস্থায় পেয়েছে, এক বছরে তা স্থিতিশীল হয়েছে। যদিও এতে কিছু মানুষের ভিন্ন মত থাকতে পারে।

তিনি বলেন, আগের সরকারের আমলে অর্থনীতি খাদে পড়ার দ্বারপ্রান্তে ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছরে তা খাদে পড়েনি, বরং তা ঘুরে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সামগ্রিক ক্ষেত্রে—ব্যালেন্স অব পেমেন্ট, চলতি হিসাব ও আর্থিক হিসাবে এখন ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে, যদিও আগের সরকারের আমলে এগুলো নেতিবাচক ছিল।

তিনি বলেন, এখন প্রায় সবকিছুই, যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার—ইতিবাচক। পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মুদ্রাস্ফীতির হার এখন ৯ শতাংশের নিচে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তা ১৪ শতাংশে ছিল।

উপদেষ্টা বলেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে বর্তমান সরকারের অনেক সাফল্য থাকলেও সবকিছু সমাধান করা এই অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের কাছে কোনো জাদুর কাঠি নেই।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের কোনো দেশেই আগের সরকারের আমলে ব্যাংক খাতে এত ব্যাপক হারে লুটপাট হয়নি। বর্তমান সরকার ব্যাংক খাত পুনর্গঠনে একাধিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আমি আশ্বস্ত করছি, কোনো ব্যাংকেই কোনো আমানত হারাবেন না।

উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ এখনো বড় চ্যালেঞ্জসমূহের একটি হলেও সরকার রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তৎপরতা বাড়িয়ে আরও রাজস্ব আদায়ের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আর্থিক খাত, ব্যাংক খাত, কর রাজস্ব, কর-বহির্ভূত রাজস্ব, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার এবং বীমা খাতসহ বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, গত এক বছরে বৈদেশিক খাতে পারফরমেন্স, যার মধ্যে প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের প্রবাহ ভালো ছিল। এছাড়া সরকার চলতি অর্থবছরের (২০২৫-২৬) জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) যৌক্তিক ও বাস্তবসম্মতভাবে প্রণয়ন করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এই স্বল্প মেয়াদে সবকিছু সম্পন্ন করা সম্ভব নয়, তবে উন্নয়নের সুফল যেন সবার কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তারা চেষ্টা করবেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। এই মেয়াদে স্বল্পমেয়াদি সংস্কারগুলো সম্পন্ন করা সম্ভব হলেও মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কারগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি, পরবর্তী সরকার আমাদের ভালো কাজগুলো বাতিল করবে না। ভালো কাজের মধ্যেও কিছু ত্রুটি বা দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেগুলো পরিত্যাগ করা উচিত নয়।

অনেকের আশঙ্কা দেশের জিডিপি প্রবৃদ্ধি কম হবে—এ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মতো দেশ নেতিবাচক প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে। কিন্তু বাংলাদেশ তার ইতিহাসে কখনো এমন নেতিবাচক প্রবৃদ্ধির সম্মুখীন হয়নি।

তিনি আশা প্রকাশ করেন, এবার দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ অতিক্রম করবে।

অর্থ উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলেছে। তিনি একদল অর্থনীতিবিদকে সমালোচনা করে বলেন, এত অগ্রগতির পরও তারা অর্থনীতিতে ‘আলোর রেখা’ দেখতে পান না।

তিনি বলেন, দেশ সঠিক পথে যাত্রা শুরু করেছে। দ্রুত এগোতে পারলে ভালো হতো। তবে আমরা শিগগিরই আমাদের দেশকে এক পর্যায়ে নিয়ে যাব।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশ আরও ভালো একটি অর্থনীতি পাবে।

ব্যাংক খাত পুনর্গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করে বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের অর্থ হারাবেন না।

বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই অর্থ ফেরত আনার প্রচেষ্টা চলছে।

সরকার বর্তমানে কী ধরনের চাপের মুখে আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পেছনের জনবলকে সক্রিয় করে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, আমরা প্রক্রিয়াটি শুরু করেছি, তবে এর ধারাবাহিকতা বজায় রাখা-ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‘ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স-২০২৫’ এর খসড়াকে সরকার সম্পূর্ণ সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনি এখনো খসড়াটি দেখেননি।

তিনি আরও বলেন, দেশের আরও সমৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টায় সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ আমরা সবাই চাই দেশ আরও এগিয়ে যাক।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে—পরিশ্রমী ও মেধাবী জনগণ আছে। শুধু নিশ্চিত করতে হবে, তারা সততা, নৈতিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে একই সঙ্গে মুদ্রাস্ফীতি কমেছে এবং জিডিপিও নেতিবাচক হয়নি।

খায়রুজ্জামান মজুমদার বলেন, গত এক বছরে দেশের বৈদেশিক খাত ভালো ছিল এবং স্থানীয় মুদ্রা টাকার মূল্য বেড়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, রাজস্ব বোর্ড করদাতাদের মধ্যে ভয় সৃষ্টি করতে চায় না, বরং সাধারণ করদাতাদের মধ্যে রিটার্নে মিথ্যা তথ্য দেওয়ার বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০