ক্যানোলার ওপর চীনের শুল্ক আরোপে 'হতাশ' কানাডা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:০৭

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস): কানাডা মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে উৎপাদিত ক্যানোলার (একজাতীয় সরিষা বীজ) উপর চীন অস্থায়ী কর আরোপের সিদ্ধান্তে তারা 'গভীরভাবে হতাশ'। বেইজিং প্রাথমিক ভাবে জানিয়েছে অটোয়া তাদের বাজারে এই শস্যটি ডাম্পিং করছে।

অটোয়া থেকে এএফপি এ সংবাদ জানায়।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও অটোয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে, যেখানে কৃষিজ পণ্য প্রায়ই ক্ষতির শিকার হচ্ছে।

একটি তদন্তে প্রাথমিকভাবে ডাম্পিং করার ঘটনা জানার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবারের আগে বলেছিলো যে তারা বৃহস্পতিবার থেকে কানাডিয়ান ক্যানোলা আমদানির উপর ৭৫.৮ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ শুরু করবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে পদক্ষেপগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই শুল্ক “আমানত” আকারে প্রদান করতে হবে।

চীনের এ ঘোষণার প্রতিক্রিয়াস্বরূপ কানাডা জানিয়েছে তারা ‘চীনের সিদ্ধান্তে গভীরভাবে হতাশ।’

কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু এবং কৃষিমন্ত্রী হিথ ম্যাকডোনাল্ড এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা ক্যানোলা ডাম্পিং করি না। আমাদের পরিশ্রমী কৃষকরা কানাডিয়ান ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের বিশ্বমানের খাদ্য সরবরাহ করেন।

তারা আরও বলেন, ‘আমরা আমাদের নিজ নিজ বাণিজ্য উদ্বেগ সমাধানে চীনা কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত।’

কানাডিয়ান ক্যানোলা গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিক হোয়াইট শিল্প প্রতিনিধিদের সতর্ক করে এক বিবৃতিতে বলেন, এই শুল্ক কানাডিয়ান কৃষকদের ওপর চাপ বাড়াবে। যদি দ্রুত সমাধান না পাওয়া যায়, তবে তার প্রভাব আমাদের খামার এবং গ্রামীণ এলাকায় দ্রুত অনুভূত হবে।

কানাডা বিশ্বের শীর্ষ ক্যানোলা উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম। যা থেকে রান্নার তেল, পশুখাদ্যের মিশ্রণ এবং বায়োডিজেল জ্বালানি তৈরি হয়।

দেশটির ক্যানোলা রপ্তানির বেশিরভাগই যায় যুক্তরাষ্ট্র ও চীনে। সম্প্রতি এ দুটি দেশের সঙ্গে শুল্ক নিয়ে অটোয়ার বিরোধ হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর চীনা কর্তৃপক্ষ কানাডিয়ান ক্যানোলা চালানের তদন্ত শুরু করে এবং মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা প্রাথমিকভাবে পেয়েছে যে অটোয়ার আমদানি চীনের দেশীয় শিল্পের ‘গুরুতর ক্ষতি’ করেছে।

গত মার্চে, বেইজিং কানাডিয়ান রেপসিড তেল, মটরশুঁটি এবং অয়েল কেকসে (এক ধরনের পশুখাদ্য) ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। যা ছিল গত বছর চীনা বৈদ্যুতিক যানবাহনে ১০০ শতাংশ শুল্ক আরোপের অটোয়ার সিদ্ধান্তের জবাব।

ক্যানোলা কাউন্সিল অব কানাডার সভাপতি ও সিইও ক্রিস ডেভিসন বলেছেন যে মঙ্গলবারের সিদ্ধান্ত ও বিদ্যমান বৈষম্যবিরোধী শুল্কের ফলে ‘চীনের বাজার কার্যত কানাডিয়ান ক্যানোলা শিল্পের জন্য বন্ধ হয়ে গেছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শোক
হতাশা নিয়ে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ডোনারুমা
টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি 
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সিইসি’র কাছে ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার
১০