এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:১৩
প্রতীকী ছবি

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আজ স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিভাগ থেকে বাংলাদেশের উত্তরণের জন্য রূপান্তরকাল বাড়ানোর উদ্যোগ গ্রহণের উপর জোর দিয়েছেন।

তাদের মতে, বাংলাদেশ এখনো এলডিসি থেকে উত্তরণের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। 

ব্যবসায়ী নেতারা তিন থেকে ছয় বছরের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন। যাতে দেশ এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে আজ এ দাবি জানান ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এর সহযোগিতায় আইসিসিবি এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সূচনা বক্তব্যে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণের জন্য পরপর দুটি পর্যালোচনায় জাতিসংঘের তিনটি মানদণ্ড মোট জাতীয় আয় (জিএনআই), মানব সম্পদ সূচক (এইচএআই) ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই) পূরণ করায় বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উত্তরণের পথে।

তিনি বলেন, ‘এই অর্জনটি গত পাঁচ দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং শিল্পোন্নয়নের প্রতিফলন হলেও, এটি সামনের জটিল চ্যালেঞ্জগুলোরও ইঙ্গিত দেয়।’

বাজারে প্রবেশাধিকার বজায় রাখা ও শুল্কজনিত ধাক্কা এড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য (ইউকে) এবং প্রধান এশীয় অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রস্তুতির অংশ হিসেবে তিনি পোশাক খাতের বাইরে বহুমুখীকরণের পরামর্শ দেন, বিশেষ করে ওষুধ, আইটি সেবা, কৃষি-প্রক্রিয়াকরণ, চামড়া এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত গড়ে তোলার মাধ্যমে একক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর কথা বলেন।

এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের জন্য মানবসম্পদ উন্নয়ন, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত উৎপাদন প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলা এবং স্বচ্ছ শাসনব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ‘এসব পদক্ষেপ ছাড়া এলডিসি উত্তরণ আমাদের অর্থনৈতিক গতি বাড়ানোর পরিবর্তে শ্লথ করতে পারে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের (টিডব্লিউএন) লিগ্যাল অ্যাডভাইজার ও গবেষক সানিয়া রেইড স্মিথ।

তিনি উল্লেখ করেন, এলডিসি থেকে উত্তরণের ফলে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। যেখানে শুল্ক সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং জিএসপি+ বা সমজাতীয় সুবিধা না পেলে রপ্তানি ৬-১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এর প্রভাব সব খাতে পড়বে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস খাতে, যা বর্তমানে দেশের ৯৮ শতাংশ চাহিদা মেটায় এবং ১৫০টিরও বেশি গন্তব্যে রপ্তানি করে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) সভাপতি আবদুল মুক্তাদির, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. জাইদী সাত্তার।

আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ এবং আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় সমাপনী অধিবেশনে বক্তব্য দেন।

এ. কে. আজাদ তার বক্তব্যে বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের জন্য এখন উপযুক্ত সময় নয়।

তিনি বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত চাই না যা আমাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে বা রপ্তানিতে ক্ষতি করবে।’

এলএফএমইএবি সভাপতি নাসিম মঞ্জুর তিন থেকে ছয় বছরের জন্য এলডিসি উত্তরণ স্থগিত রাখার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে নিহত ২
১০