তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৪০

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের "স্থবির" অর্থনীতিতে গতি সঞ্চার করার লক্ষ্যে নীতি (বেঞ্চমার্ক)  সুদের হার কমিয়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার তারা এ সিদ্ধান্তের কথা জানান।

ওয়েলিংটন থেকে এএফপি।

নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংক সরকারী নগদ হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর দেখা যায়নি।

ব্যাংকটি এক বিবৃতিতে বলেছে, এই বছরের দ্বিতীয় প্রান্তিকে নিউজিল্যান্ডের অর্থনৈতিক পুনরুদ্ধার স্থবির হয়ে পড়েছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতির অনিশ্চয়তা, কর্মসংস্থানের পতন, কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চ মূল্য এবং 
বাড়ির দাম হ্রাসের কারণে পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় সীমিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মার্কিন শুল্ক আরোপের ফলে নিউজিল্যান্ডের আমদানি বা রপ্তানিতে এখন পর্যন্ত খুব একটা প্রভাব পড়েনি।

অর্থমন্ত্রী নিকোলা উইলিস বলেছেন, নিউজিল্যান্ড বিশ্বজুড়ে অনুভূত মুদ্রাস্ফীতির সবচেয়ে খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। 


তিনি আরও বলেন, আমি জানি অনেক পরিবার এখনও কঠিন সময় পার করছে তবে রিজার্ভ ব্যাংকের মতে সবচেয়ে খারাপ সময় আমরা পেরিয়ে এসেছি এবং অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০