ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’। এই অফারটি যাওয়া-আসা ও ট্রানজিট উভয় ফ্লাইটের জন্যই প্রযোজ্য হবে।
খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুসারে, এই ছাড়ের সুবিধা বিজনেস (ব্যবসায়িক) ও গেস্ট (সাধারণ যাত্রী) উভয় শ্রেণীই পাবে। যাত্রীরা সৌদিয়া’র অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিক্রয় অফিসসহ সকল ডিজিটাল মাধ্যমে টিকিট কাটতে পারবে।
আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে এবং ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।
এই অফারে ট্রানজিট ফ্লাইটের টিকিট বুক করা যাত্রীরা সৌদি আরবের ডিজিটাল ‘স্টপওভার ভিসা’র সুবিধাও নিতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন, যা তাদের ওমরাহ পালন এবং দেশটি ঘুরে দেখার সুযোগ করে দেবে।
চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে সৌদিয়া এয়ারলাইন্সের সেবা চালু আছে। নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে সংস্থাটি বর্তমানে ১৪৯টি উড়োজাহাজের একটি বহর পরিচালনা করছে।