বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আঞ্চলিক ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:৪১

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং পৌরসভার ভূমিকা বিষয়ক আঞ্চলিক প্রচারণা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শহীদ টিটু মিলনায়তনে আজ সোমবার আয়োজিত এ অনুষ্ঠানের পাশাপাশি বগুড়া জেলার ১১টি পৌরসভার ৬০ জন কর্মকর্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এ আয়োজনের সহায়তা প্রদান করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ‘প্রবৃদ্ধি’, যা অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার এবং বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ, এবং সুইসকন্ট্যাক্ট-প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার রোকন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মো. মাসুম আলি বেগ (উপসচিব)। তিনি আলিবাবা ও উবারের উদাহরণ টেনে বলেন, ‘স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র উদ্যোগগুলো স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৃহৎ শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমের ভিত্তি গড়ে তোলে। ‘প্রবৃদ্ধি’ প্রকল্প এসব উদ্যোগকে সহায়তা ও প্রাতিষ্ঠানিক সমর্থনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিডা মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমরা উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। 

তিনি বলেন, জাতীয় পর্যায়ে সংস্কার বাস্তবায়ন হলেও স্থানীয় পর্যায়ে এর সফলতা নির্ভর করে স্থানীয় সরকারের কার্যক্রমের ওপর। প্রবৃদ্ধি প্রকল্প এ ব্যবধান কমাতে কাজ করছে। শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাই হবে টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।’

সুইসকন্ট্যাক্ট-প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার রোকন উদ্দিন আহমেদ ‘বাংলাদেশি এলইডি মডেল’ উপস্থাপন করে বলেন, ‘সঠিক কৌশলে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় পরিবর্তন আনতে পারে।’

এছাড়া বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন এবং বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএএমএমএ) সাধারণ সম্পাদক রাজেদুল রহমান রাজু হালকা প্রকৌশল সেক্টরে প্রবৃদ্ধি প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।

দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় পণ্য ও বাণিজ্য মেলা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় নারী উদ্যোক্তাসহ হালকা প্রকৌশল ও স্থানীয় উদ্যোক্তা উন্নয়নের ধারাবাহিকতায় স্পিরিটেড বিডি, আই ফার্মার এবং এম আই টি পার্ক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এ সময় উদ্যোক্তারা নিজস্ব পণ্য ও সেবা প্রদর্শন করেন এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। পাশাপাশি পৌরসভার বুথ থেকে নাগরিকরা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০