লিড প্লাটিনাম সনদ অর্জন করলো বাংলাদেশের আরও দুই কারখানা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৩:৫৮
প্রতীকী ছবি

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ লাভ করেছে বাংলাদেশের আরও দুই কারখানা।

এর মাধ্যমে টেকসই উন্নয়ন যাত্রায় আরেকটি মাইলফলক অর্জন করলো বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড হলো পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি।

নতুন এ দু’টি কারখানা যুক্ত হওয়ায় বর্তমানে দেশে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৬৩ টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১১টি প্লাটিনাম এবং ১৩৩টি গোল্ড সনদপ্রাপ্ত। নতুনভাবে সনদ পাওয়া কারখানাগুলো হলো এ.জি. ড্রেসেস লিমিটেড এবং ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড।

এছাড়া বাংলাদেশ এখন বৈশ্বিকভাবে সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬৮টির অবস্থান ধরে রেখেছে, যা সবুজ শিল্পায়নে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করেছে।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, এ অর্জন বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা ও দৃঢ়তার প্রমাণ।

তিনি বলেন, ‘সবুজ ভবন ও টেকসই কার্যক্রমে বিনিয়োগের মাধ্যমে তারা শুধু পরিবেশগত প্রভাব কমাচ্ছেন না বরং দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো এবং একটি দায়িত্বশীল ও দূরদর্শী পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনামকেও সুদৃঢ় করছেন।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রুবেল বলেন, তাদের এই প্রতিশ্রুতি নিশ্চিত করছে যে আমাদের শিল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকবে, উদীয়মান টেকসই বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণ ও অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা : রাফির বিচার শুরু
ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনপত্র আহ্বান বাংলাদেশ ব্যাংকের
সুনামগঞ্জে শিশু-কিশোরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু
নির্বাচনবিরোধীরা রাজনীতিতে পিছিয়ে যাবে: সালাহউদ্দিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক
বেরোবিতে ‘নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধে’ সেমিনার 
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
লক্ষ্মীপুরে ব্যবসা প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা জরিমানা
ট্রাম্প-লি’র বৈঠকের পর ১০৩টি বোয়িং ক্রয়ের ঘোষণা সিউলের
১০