বিসিএমইএ এক্সিবিউটর নাইট ২০২৫ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৮:২৫
ছবি : বিসিএমইএ

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় চলমান চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫-এর অংশ হিসেবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এক্সিবিউটর নাইট ২০২৫।

আয়োজনে ছিল বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একটা সময় শতভাগ আমদানি নির্ভর এই সিরামিক শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও জায়গা করে নিয়েছে। বিদেশি বিনিয়োগ আসছে এই সেক্টরে, যা খুবই ইতিবাচক।

পরে এক্সিবিউটরদের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ ও আব্দুল হাকিম সুমন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে সিরামিক হতে পারে দেশের দ্বিতীয় রপ্তানি খাত। আর সে লক্ষ্য পূরণেই কাজ করছে বিসিএমইএ।

চতুর্থ বারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির উপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এক্সপোতে অনুষ্ঠিত হয়েছে ৩টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
১০