মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৪ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:১৯
প্রতীকী ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): জুলাই বিল্পবের পর সরকারের প্রতি আস্থা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়েছে মার্চ মাস। চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ২০২৪ সালের মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে । সে হিসাবে গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে। গত মাসে প্রবাসীরা ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর আগে এক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি।

আজ রোববার ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস শুরুর প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৪ দশমিক ৭১ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০