শিরোনাম
সিলেট, ১০ জানুয়ারি ২০২৫ (বাসস) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিন ব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
দেশের ২৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকদের নিয়ে হারমোনি ফেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, ‘প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে মানুষের বৈচিত্র্যের মেলবন্ধন কাজে লাগিয়ে পর্যটনকে বিকশিত করা যেতে পারে। পৃথিবী জুড়ে যেখানে এমন প্রাকৃতিক বৈচিত্র্য আছে সেখানে ইকো-ট্যুরিজম গড়ে উঠেছে। এটা সম্প্রদায় ভিত্তিক (কমিউনিটি বেইজড)। তাই প্রকৃতির মাঝে যে মানুষ থাকে তাদেরকে সম্পৃক্ত করতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান, সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
সন্ধ্যায় রাঁধারমনের গানে ধামাইল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি গারো ও খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশন করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী উৎসবে ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরাসহ ২৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্যসহ উৎপাদিত বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।