শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে : শ্রম সচিব

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৮:৫৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

জেনেভা (সুইজারল্যান্ড), ১৫ জুন, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন,  শ্রমিকদের কল্যাণ, তাদের সামাজিক নিরাপত্তা এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য শীঘ্রই শ্রম আইন-২০০৬ সংশোধন করা হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে সচিব এ কথা জানান। 

বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশ্যাল ডায়ালগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ বছর ২৪টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেয়ার কথাও জানান তিনি। 

তিনি বলেন, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেয়া হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০