বিভাগীয় আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা আগস্টে শুরু

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১৯:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জুন ২০২৫ (বাসস) : আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে ১ম বিভাগীয় আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা। দেশজুড়ে আটটি বিভাগীয় শহরে সকল বিভাগের স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিবে।

এই প্রথমবারের মত নতুন আঙ্গিকের এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন (বিএসএফ)। বিভাগীয় স্কুলগুলো ছাড়াও বিভিন্ন শহরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিবে। 

বাসস’র সাথে আলাপকালে রোববার ফেডারেশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেছেন প্রথমবারের মত স্কুলগুলোর সমন্বয়ে এই ধরনের একটি প্রতিযোগিতা আয়োজন করার বিষয়টি নিয়ে তারা সকলেই বেশ আশাবাদী। এ সম্পর্কে শাহীন বলেন, ‘প্রতিটি বিভাগে আমরা স্কুলগুলোর জন্য ইতোমধ্যেই অংশগ্রহনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি ছেলে ও সমসংখ্যক মেয়েদের দল প্রতিযোগিতায় অংশ নিবে। আমরা এই ধরনের প্রতিযোগিতায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও অন্তর্ভূক্ত করতে চাচ্ছি। প্রতিভা অন্বেষনে এই ধরনের আয়োজনের বিকল্প নেই।’

জেলা পর্যায় থেকে ক্রমান্বয়ে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় স্কুলগুলো অংশ নেবে। বৃহৎ পরিসরের এই ধরনের আয়োজনতে সফল করে তোলার জন্য ফেডারেশনের পক্ষ থেকে ইংলিশ মিডিয়াম স্কুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের সহযোগিতা চাওয়া হয়েছে।

শাহিন আরো জানান ঢাকা বিভাগের প্রতিযোগিতা মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ভেন্যুতে নিজ নিজ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। 

শাহিন বলেন, ‘সত্যি বলতে কি এই ধরনের প্রতিযোগিতা অনেকটা প্রতিভা অন্বেষনের একটি অংশ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ধরনের আয়োজনের মাধ্যমে স্কুল পর্যায়ে সাঁতারকে আবারো উজ্জীবিত করে তোলা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০