অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকের তলব

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৯:১০ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১৯:১২
ফাইল ছবি

ঢাকা, ১৫ জুন, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আগামী ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এজন্য ঢাকায় টিউলিপের পাঁচটি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক।
মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়।

নোটিশে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি(পুরাতন), বর্তমানে ১১এ, ১১ বি-এর ফ্ল্যাট নং বি/২০১ অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা নেন।

এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ জরুরি। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

নোটিশের অনুলিপি দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত), পরিচালক (বিশেষ অনুরোধ ও তদন্ত-২) এবং অফিস কপিতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০