মাগুরা শিল্পকলা একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
মাগুরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাসস

মাগুরা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ আজ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। 

তিনি একাডেমির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে একাডেমির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি জেলার সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সংস্কৃতি চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আমরা চাই জেলার সংস্কৃতি কর্মীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করুক। এ জন্য সরকার সব ধরনের সহায়তা দিবে।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে জেলা প্রশাসন সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব কিশোর বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। মাগুরার শিল্প-সংস্কৃতির বিকাশে আমরা দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করতে হবে।

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ বলেন, জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি এ্যাড. কাজী মিহিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মাগুরার সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। 

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে আইনজীবী ফেরামের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় 
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
১০