ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল সুমির একটি রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার একথা বলেছেন। 

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে রুশ সেনাবাহিনী বারবার ইউক্রেনের রেল অবকাঠামোকে টার্গেট করে আসছে।

জেলেনস্কি সুমির শোস্তকা স্টেশনে হামলাকে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা যাত্রী এবং রেল কর্মীসহ কমপক্ষে ৩০ জন আহতের কথা শুনেছি।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একটি ক্ষতবিক্ষত ট্রেনের বগি আগুনে পুড়ে গেছে এবং ভাঙা জানালা দেখা যাচ্ছে।

জেলেনস্কি আরো বলেছেন, ‘রাশিয়ানরা হয়তো জানত না যে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে’।

ঘটনাস্থলটি রুশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত।

শনিবার রাতারাতি রুশ সেনাবাহিনীর হামলার ফলে উত্তর চেরনিগিভ অঞ্চলে প্রায় ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগারে হামলা চালানোর দাবিও করেছে।

কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে নিজস্ব দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। যাকে তারা রাশিয়ার শহর এবং বিদ্যুৎ গ্রিডে প্রতিদিনের আক্রমণের ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলে রোহিত ও কোহলি
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
১০