ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৭:১৩

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইরানের বিচার বিভাগ আজ শনিবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার দায়ে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, ছয়জন ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। আজ ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাদের গ্রেফতারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি।

মিজান ওয়েবসাইটে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৫ বাস জব্দ
জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলে রোহিত ও কোহলি
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
১০