ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ রাশিয়ান হাউসে ‘মাল্টিন্যাশনাল রাশিয়া’ ও ‘পিপলস অব রাশিয়া’ শীর্ষক দু’টি আলোকচিত্র প্রদর্শনী গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। আলোকচিত্র দু’টি দর্শনার্থীদের রাশিয়ান ফেডারেশনের সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রি ও জাতিগত বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়।
রাশিয়ান হাউস কর্তৃক আয়োজিত প্রদর্শনীগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য ও রীতিনীতির তুলে ধরার মধ্য দিয়ে একটি দৃশ্যমান চিত্র উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রাশিয়ার বেশ কিছু ঐতিহ্য ও রীতিনীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অজানা।
‘বহুজাতিক রাশিয়া’ আলোকচিত্রটি বিভিন্ন দেশটির বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের দৈনন্দিন জীবনের আকর্ষণীয় প্রতিকৃতি ও প্রাণবন্ত দৃশ্যের মাধ্যমে দেশের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেছে।
অন্যদিকে, ‘রাশিয়ার জনগণ’ আলোকচিত্রটি রাশিয়ানদের ঐক্য ও ব্যক্তিত্ব এবং অভিন্ন মূল্যবোধ ও অনন্য সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাশিয়ান হাউসের ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীর লক্ষ্য হলো- রাশিয়ান ঐতিহ্যের গভীরতা ও সমৃদ্ধি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদার ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা।