ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর আশিকের সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:৫২ আপডেট: : ২০ মে ২০২৫, ১৭:৪০
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ভাস্কর আমিনুল ইসলাম আশিকের ‘ফেইস অফ লাইফ’ শীর্ষক সপ্তাহব্যাপী একক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাবি’র প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল সোমবার সন্ধ্যায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। 

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বৃত্ত আর্ট ট্রাস্টের কর্ণধার শিল্পী মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ভাস্কর্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. মামুন আহমেদ বলেন, এই প্রদর্শনীতে ভাস্কর আমিনুল ইসলাম আশিকের অনন্য ও সৃজনশীল বেশকিছু শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পীর চিন্তার গভীরতা ও কাজের বিশেষত্ব প্রতিফলিত হয়েছে এসব শিল্পকর্মে। এই প্রদর্শনী শিক্ষার্থী ও নবীন শিল্পীদের অনুপ্রেরণার উৎস হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

আগামী ২৫ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে আইনজীবী ফেরামের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় 
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
১০