৩ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপ্ত

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ) মঙ্গলবার শেষ হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান ত্বহা, সাধারণ সম্পাদক অপূর্ব দাস শুদ্রসহ চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। এ ছাড়া দ্বিতীয় দিনে ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত ছিলেন।

উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের নির্মাতাদের পরিচালিত চলচ্চিত্রসহ ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া চলচ্চিত্রের পোস্টার এবং জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়।

এবারের আসরে ৭০ টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০