ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘কারাগারে মৃত্যুবরণ করেছেন’— সংক্রান্ত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তপক্ষ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গাইবান্ধা জেলা’ নামে একটি পেইজে মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যুবরণ সংক্রান্ত একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে আটক অবস্থায় রয়েছেন ও সুস্থ আছেন। তিনি তিনটি ফৌজদারি মামলায় গাইবান্ধার আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন।
বাংলাদেশ কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের মিথ্যা ও অপপ্রচারমূলক তথ্য দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যমের জন্য অত্যন্ত অনভিপ্রেত। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়া ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
কারা কর্তৃপক্ষ সব নাগরিক ও গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
কারাগার সম্পর্কিত সঠিক তথ্য জানতে হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।