শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান এবং শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের  উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি  সচিব মো. মফিদুর রহমান।

‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামে অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় পর্বে থাকবে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণ, নবীন জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনা ইয়াসমিনের গান এবং শিল্পীর একক সংগীতানুষ্ঠান।

সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানে পরিবেশন করবেন তার বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন অভিনেতা আফজাল হোসেন।

বাংলা গানের গৌরব কোকিলকণ্ঠীখ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। সাবিনা ইয়াসমিনের সঙ্গীতের হাতেখড়ি তার মায়ের কাছে। মাত্র ৬ বছর বয়সে সাবিনা ইয়াসমিন ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশনে’ গান গেয়ে প্রথম পুরস্কারটি জিতে নেন। এরপর একে একে বিভিন্ন ছায়াছবিতে শিশুশিল্পী হিসেবে কণ্ঠ দেন। সাবিনা ইয়াসমিন এ পর্যন্ত ১৬ হাজারের মতো গান রেকর্ড করেছেন। এর মধ্যে অধিকাংশই ছায়াছবির গান। এ ছাড়াও রয়েছে আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত ও গজলসহ বিভিন্ন ধরনের গান। তিনি বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। তার গাওয়া বিভিন্ন দেশের গানও রয়েছে। এছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন।

১৯৮৩ সালে তাকে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৮৫ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’ (১৯৮৪) এবং স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) লাভ করেন। বাংলাদেশে তিনিই একমাত্র শিল্পী, যিনি শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছেন। এছাড়াও দেশে-বিদেশে আরো অনেক পুরস্কার অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
১০