খাগড়াছড়ি, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা।
দিনটি উপলক্ষে শনিবার সকাল থেকে বিহারে বিহারে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা।
এই দিনে সকালে দেশ জাতি তথা সকলের হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। এছাড়া পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দানানুষ্টান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।