মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬
ছবি : বাসস

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মিরপুরের নাফিয়্যিন ইন্টারন্যাশনাল একাডেমী প্রাঙ্গণে আজ শুক্রবার দিনব্যাপী এক প্রাণবন্ত অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নবাগত শিল্পীরা অভিনয় ও আবৃত্তির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ বান্না। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ)-এর সভাপতি আবেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ’র সহ-সভাপতি সবুজ চৌধুরী কচি।

প্রশিক্ষণ সেশনে নাট্যাভিনয়ের ওপর প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান নাট্যশিল্পী কল্লোল শরিফী এবং আবৃত্তির ওপর প্রশিক্ষণ দেন বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী মৃন্ময় মিজান। দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, উচ্চারণ, আবৃত্তির টেকনিক, সংলাপ বলার কৌশল, মঞ্চে চলাফেরা, আবেগ প্রকাশসহ নানা বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবেদুর রহমান বলেন, ‘অভিনয় ও আবৃত্তি কেবল বিনোদন নয়—এটি মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে এমন এক শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাদের ব্যক্তিত্ব গঠনে এবং শিল্পচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি সবুজ চৌধুরী কচি বলেন, ‘অভিনয় ও আবৃত্তি সমাজের আয়না। এই মাধ্যমের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। নতুনদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যতের সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।’

কর্মশালায় অংশগ্রহণকারী নতুন অভিনেতা ও আবৃত্তি শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মালিক আব্দুল লতিফ, রূপনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আব্দুল আহাদ শোয়েবসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী জমজমাট এই কর্মশালাটি তরুণ শিল্পীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর করে তোলে। উপস্থিত অতিথি ও প্রশিক্ষকরা এমন উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
১০