সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮ আপডেট: : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘গগনে গর্জিছে’।

সমাজের অন্ধকার দিক পারিবারিক জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ নাটক।

নাটকটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা। নাটকটি প্রযোজনা করেছে গ্রন্থিক নাট্যগোষ্ঠী।
সামাজিক কুসংস্কার ও নৈতিক অবক্ষয়ের প্রভাবে একটি সুখী ও সুশৃঙ্খল পরিবার কীভাবে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছতে পারে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে মঞ্চে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র রাফাত। তিনি একজন সহজ-সরল সাদাসিধে মানুষ। স্ত্রী কোহিনূর বেগম তার জন্য নিবেদিত প্রাণ। দুই ছেলে ও এক কন্যাসন্তানের সঙ্গে শান্তিপূর্ণ জীবন তাদের। বড় ছেলে সাগর উচ্চশিক্ষিত হলেও কর্মহীন। আর ছোট ছেলে সজল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বামপন্থী রাজনীতিতে যুক্ত। একমাত্র মেয়ে সিমা মেধাবী শিক্ষার্থী।

পরিবারটি শিক্ষিত ও পরিপাটি জীবনযাপনে অভ্যস্ত। তারপরও সমাজের অবক্ষয় ও মাদকের ভয়ঙ্কর প্রভাব ধীরে ধীরে তাদের সুরক্ষিত পৃথিবীকে দুমড়ে মুচড়ে দেয়। 

নাটকটি নিখুঁত আয়নায় তুলে ধরেছে মানসিক ও নৈতিক অবক্ষয় কিভাবে সুশৃঙ্খল পরিবারকেও অন্ধকারে ঠেলে দেয় তারই দৃশ্যপট।

নাটকে সমাজের বৃহত্তর বাস্তবতা প্রতিফলিত হয়েছে বেশ কয়েকটি চরিত্রের মাধ্যমে। যেমন কেরামত খান, একজন ভণ্ড লোক। সেই জালে নিজের মেয়ে নীলাসহ নয়ন, চয়ন, সোহাগি ও পিঙ্কির জীবনকেও জড়িয়ে ফেলেন।

নিপুণ অভিনয় এবং প্রাসঙ্গিক গল্পের মাধ্যমে ‘গগনে গর্জিছে’ নাটকে শহর-গ্রামে মাদকের নেশা ও নৈতিক অবক্ষয়ের বিস্তার সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নাট্যকার আশা প্রকাশ করেন যে গল্পের প্রাসঙ্গিকতা উপলব্ধি করে সচেতনতার নতুন মাত্রা নিয়ে মঞ্চ ত্যাগ করবেন দর্শকরা।

নাটকে অভিনয় করেছেন : রাফাত ভূমিকায় বজলুর রশিদ বাবুল, কহিনূর বেগম ভূমিকায় পাপিয়া পুতুল, সাগর ভূমিকায় মোঃ মাসুদুর রহমান, সাজল ভূমিকায় তুতুল আহমেদ রুদ্র, সিমা ভূমিকায় আজমেরী আজমী জ্যোতি, নয়ন ভূমিকায় কমরুল আহসান চন্দন, কেরামত খান ভূমিকায় আরিয়ান আবির, সোহাগী হিজড়া ভূমিকায় মুজিবুর রহমান, চয়ন ভূমিকায় দেওয়ান হুমায়ুন কবির রিপন, নীলা ভূমিকায় তনিশা ইসলাম সানা, হরিচরণ ভূমিকায় মানিক শাহ এবং পিঙ্কি ভূমিকায় ছিলেন জান্নাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত ১৭ বছর স্বাধীন সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল : সিকৃবি উপাচার্য
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডময় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
১০