শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির আলোকচিত্র প্রদর্শনী শুরু আগামীকাল

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৭:৫০
ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল শনিবার বিকেল থেকে সাত দিনব্যাপী একক শিল্পীর এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীতে শিল্পী আবু রাসেল রনির তোলা মোট ৫০টি নির্বাচিত আলোকচিত্র স্থান পাচ্ছে। 

সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী ৮ নভেম্বর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। একাডেমির ৫নং গ্যালারিতে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা। আলোকচিত্রের ৫০টিতে ভিন্ন-ভিন্ন গল্পের দেখা পাবেন দর্শনার্থীরা। এতে শিল্পীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির অনুভব ও চিন্তার ভুবনের সঙ্গেও পরিচিত হতে পারবেন আগতরা।

দেশের তরুণ শিল্পীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের প্রচার, প্রসার, বিকাশ ও চর্চাকে আরো গতিশীল করার বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়মিতভাবে বিভিন্ন প্রদর্শনী ও কর্মশালা আয়োজন করে আসছে ।

এরই ধারাবাহিকতায় আগামীকাল ৮ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ আলোকচিত্রশিল্পী আবু রাসেল রনি এর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য করবেন- একাডেমির চারুকলা বিভাগের পরিচালক চিত্রশিল্পী আব্দুল হালিম চঞ্চল।

প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রশিল্পী আবু রাসেল রনি বলেন, যখন কোনো বিষয় আমাকে ভাবতে বাধ্য করে, তখন আমি ছবি তোলার চেষ্টা করি। আমার ফটোগ্রাফি মূলত ‘কী, কেন, কীভাবে’— এই প্রশ্নগুলোর খোঁজে। আমার কাছে ফটোগ্রাফি হলো গল্পবলার এক বিশেষ মাধ্যম, যার প্রতিটি ছবির মধ্যে থাকে একটি নিজস্ব অন্তর্নিহিত গল্প।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আশা করছে, এই প্রদর্শনী তরুণ প্রজন্মের ফটোগ্রাফার ও শিল্পানুরাগীদের সৃষ্টিশীলতার নতুন দিগন্তে পৌঁছাতে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
১০