ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে মেয়েদের ফেসবুক ও ছেলেদের নামাজ নিয়ে ‘ভুয়া ভিডিও প্রচার শনাক্ত’ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে ‘মেয়েরা ফেসবুক চালাতে পারবে না, ছেলেদের নামাজ বাধ্যতামূলক’- এমন নির্দেশ সরকার দেয়নি, সেনারাও প্রচার করেনি।
ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনী ‘মেয়েদের ফেসবুক ও টিকটক ব্যবহার নিষিদ্ধ এবং ছেলেদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক করেছে’-মর্মে কোনো ঘোষণা বা বক্তব্য দেয়নি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘প্রকৃতপক্ষে, এক সেনাসদস্যের বক্তব্যের ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। তাছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এরূপ কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’
আলোচিত ভিডিওটির বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী উক্ত বিষয়টিকে ভুয়া বলে বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেছে।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।