ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২২:৫২ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ২৩:৫৯
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌড়ঙ্গী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: এনসিপির সৌজন্যে

পঞ্চগড়, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য আমরা রাস্তায় নামিনি। গণ-অভ্যুত্থান হয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে।

আজ বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া উপজেলায় 'দেশ গড়তে জুলাই পদযাত্রার' কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, আপনাদের কথাগুলো শুনতে এসেছি। আমাদেরই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশে যদি বারবার স্বৈরাচার জন্ম নেয় তাহলে এই বাংলাদেশ, এ দেশের মানুষের কোন উপকার হবে না।

নাহিদ বলেন, আমরা বাংলাদেশে এমন একটি রাজনীতি দেখতে চাই। যে রাজনীতি হবে প্রকৃত অর্থেই নাগরিকদের জন্য। আমরা এতদিন দাসের মত জীবনযাপন করেছি। অভ্যুত্থানের পর আমরা আর দাসের মত জীবনযাপন করতে চাইনা। আমরা সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। এনসিপি নাগরিকদের জন্যই রাজনীতি করবে। নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, আমরা তিনটি দাবি নিয়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান। শেখ হাসিনা আমাদের হাজারো ভাই-বোনদের খুন করে ভারত পালিয়ে গেছে। ভারত থেকে নিয়ে এসে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলছি, মুজিববাদী সংবিধান নয়, নতুন একটি সংবিধান এ দেশের মানুষের জন্য নিশ্চিত করতে হবে।

পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ তেঁতুলিয়া বাজার ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের চাহিদা, আশা-আকাঙ্ক্ষার কথা শুনে এনসিপি। ভবিষ্যতে নতুন বাংলাদেশে গড়তে তেঁতুলিয়ার মানুষদের পাশে থাকার অনুরোধ করেন এনসিপির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০