উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:২৯

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : জুলিয়ান উডের পরামর্শ অনুসরণ করলে পাওয়ার-হিটিংয়ে দক্ষতা বাড়বে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটার জাকের আলী। 

বাংলাদেশ খেলোয়াড়দের পাওয়ার-হিটিংয়ের দক্ষতা বাড়াতে উডের সাথে ২৮ দিনের জন্য চুক্তি করা হয়েছে। ইতোমধ্যে খেলোয়াড়দের সাথে কাজ শুরু করেছেন তিনি।

গত কয়েকদিনে পাওয়া হিটিং নিয়ে কাজ করায় দৃশ্যমান কোন উন্নতি হয়েছে কিনা জানতে চাওয়া হলে জাকের বলেন, ‘এই পর্যায়ে মন্তব্য করা ঠিক হবে না। কোনটা উন্নতি হয়েছে আর কোনটা হয়নি তা বুঝতে আরও সময় লাগবে। তবে তার দেওয়া কাজগুলো আমরা করার চেষ্টা করছি। ব্যাটের সুইং অনুশীলন বা বিভিন্ন ড্রিল অবশ্যই কাজে আসবে।’

প্রোভেলোসিটি ব্যাট দিয়ে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন উড। এটি ক্রিকেটারদের ব্যাটের গতি এবং হাত-চোখের সমন্বয়ে সহায়তা করে থাকে। ব্যাট সুইং করার সময় যে শব্দ তৈরি হয় সেটি বলে দেয় শট কতটা শক্তিশালী হবে। উডের অনুশীলনের কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রোভেলোসিটি ব্যাটের অভিজ্ঞতা জানিয়ে জাকের বলেন, ‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা যদি বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে। সাউন্ড বের করতে ফোর্স লাগে ও অনেক এফোর্টও দিতে হয়। এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজে দেবে।’

তবে প্রোভেলোসিটি ব্যাট দিয়ে অনুশীলন পদ্ধতিতে খেলার ধরণে কোন পরিবর্তন হবে না বলে জানান জাকের। তিনি বলেন, ‘যারা ভাল ব্যাটার তাদের বলা হয়েছে, কিভাবে তাদের শটের দূরত্ব আরও ৪-৫ মিটার বাড়তে পারে।’

ফিটনেসের উন্নতির জন্য সম্প্রতি বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন কোচ ন্যাথান কিলি। তার সম্পর্কে জাকের বলেন, ‘কিলি আসার পর, আমাদের জন্য একটি মানদন্ড নির্ধারণ করেছিলেন। ফিটনেসের দিক থেকে আমরা সবাই ভালো অবস্থানে আছি। আমাদের সকলের উপর ট্র্যাকার আছে। কে প্রথম এবং কে দ্বিতীয়, এমনটা নয়। কে আরও বেশি চেষ্টা করছে সেটিই কিলির কাছে গুরুত্বপূর্ণ।’

আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে জাকের বলেন, ‘আমি সাধারণত খুব বেশি লক্ষ্য নির্ধারণ করি না। টি-টোয়েন্টিতে প্রতিদিন আমার ভূমিকা আলাদা। আমি যেখানেই ব্যাট করি না কেন, কিছু না কিছু করার চেষ্টা করি। আমি কোন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভাবি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০