মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদ সঠিক নয় : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:১৯
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদটি সঠিক নয় বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট  বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ‘গতকাল ৩ জুন মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একটি অধ্যাদেশ জারি করেছে, যাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশকে কেন্দ্র করে মূলধারার বিভিন্ন পত্রিকা, নিউজ পোর্টাল ও টেলিভিশন অনেকগুলো অসত্য সংবাদ পরিবেশন করেছে। ‘শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার স্বীকৃতি বাতিল’ কিংবা ‘মুজিবনগর সরকারের সব নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’ ইত্যাদি শিরোনামে ৫০টি অধিক সংবাদ প্রকাশিত হয়েছে।’

বাংলাফ্যাক্ট জানায়, ‘বাস্তবতা হলো- অধ্যাদেশে স্পষ্ট লেখা রয়েছে যে, ‘প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য ও বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হইবেন।’ 

তারা আরো জানায়, অর্থাৎ শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদটি সঠিক নয়।

বাংলাফ্যাক্ট বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০