বিএনপির বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিওটি ভারতীয় বলে শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৪৫
ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের একটি প্রাইভেট হাসপাতালে বিএনপি হামলা করেছে, এমন দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভারতের বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে, বিএনপির নাম জড়িয়ে প্রচারিত ওই ভিডিওটি আসলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একটি ঘটনার। 

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি  জানায়, সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই তাদের মূল দায়িত্ব।

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

তাদের প্রতিবেদনে বলা হয়, একই ভিডিও এর আগে গত এপ্রিল ও মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। তখন দাবি করা হয়, ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের একটি হাসপাতালে নির্মমভাবে নির্যাতন করছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

সেসময়ও ফ্যাক্টওয়াচ ভিডিওটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, গুজব ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচের দাবি, তারা এসব বিষয় নজরে নিয়ে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১১১ জনের প্রাণহানি : দুর্যোগ সংস্থা
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদপুরে ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ কাজ: ইসলামি আন্দোলন বাংলাদেশ
মার্কিন এআই চিপের রপ্তানি, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টে মালয়েশিয়ার বিধিনিষেধ
কুমিল্লায় খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও রং ব্যবহার করায় বেকারিকে জরিমানা 
জরিমানার কবলে ভারতের সিরাজ
১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকি শনাক্ত করেছে এনবিআর গোয়েন্দারা 
ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক' ও সাঈদ মুগ্ধ ওয়াসিমদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা প্রশ্নে রুল
বিএসটিআইতে ন্যাশনাল হালাল ও হেলমেট ল্যাবরেটরির উদ্বোধন করেছেন শিল্প উপদেষ্টা
১০