বিএনপির বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিওটি ভারতীয় বলে শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৪৫
ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের একটি প্রাইভেট হাসপাতালে বিএনপি হামলা করেছে, এমন দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভারতের বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে, বিএনপির নাম জড়িয়ে প্রচারিত ওই ভিডিওটি আসলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একটি ঘটনার। 

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি  জানায়, সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই তাদের মূল দায়িত্ব।

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

তাদের প্রতিবেদনে বলা হয়, একই ভিডিও এর আগে গত এপ্রিল ও মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। তখন দাবি করা হয়, ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের একটি হাসপাতালে নির্মমভাবে নির্যাতন করছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

সেসময়ও ফ্যাক্টওয়াচ ভিডিওটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, গুজব ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচের দাবি, তারা এসব বিষয় নজরে নিয়ে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০